04/20/2025 ভারতে তীব্র গরমে ৩৪ জনের মৃত্যু
আল আমিন
১৭ জুন ২০২৩ ২২:৪৮
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে তীব্র গরমে ৩৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার এ তথ্য দিয়েছে রাজ্য প্রশাসন। এই অবস্থায় ৬০ বছরের বেশি বয়স্ক মানুষদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
রাজ্য সরকারের দেওয়া তথ্য মতে, দাবদাহে মারা যাওয়া মানুষদের অধিকাংশের বয়স ৬০ বছরের বেশি। নিহতদের অধিকাংশই বল্লাই জেলার।
স্থানীয় প্রধান মেডিকেল অফিসার জয়ন্ত কুমার জানিয়েছেন, এদের মধ্যে ২৩ জন মারা গেছেন বৃহস্পতিবার ও শুক্রবারে ১১ জন। অধিকাংশেরই মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাক, স্ট্রোক ও ডায়রিয়ায়।
বালিয়া জেলা হাসপাতালের চিফ মেডিক্যাল সুপারিনটেনডেন্ট দিবাকর সিং সাংবাদিকদের বলেন, হাসপাতালের রোগী ও স্টাফদের হিট স্ট্রোক থেকে রক্ষা করতে ফ্যান,কুলার ও এসির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও হাসপাতালে ডাক্তার ও প্যারামেডিক্যাল স্টাফদের সংখ্যা বাড়ানো হয়েছে।
এ সময় তিনি জনসাধারণকে হিট স্ট্রোক এড়াতে সতর্ক থাকার পরামর্শ দেন।
সূত্র: আল জাজিরা
বিদেশ বার্তা/ এএএ