04/20/2025 বড় জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ
মো: মনিরুল ইসলাম
১৭ জুন ২০২৩ ১৯:১৫
খেলাধুলা ডেস্ক : মিরপুর টেস্টে ইতিহাস গড়ে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ। নাজমুল-মুমিনুল-লিটনদের দুর্দান্ত ব্যাটিংয়ে স্বাগতিকদের দেয়া ৬৬২ রানের পাহারসমান লক্ষ্যে মাত্র ১১৫ রানেই অল-আউট আফগানিস্তান। দুই ইনিংস মিলিয়ে ১৪ উইকেটই নিয়েছে পেসাররা। ৫৪৬ রানে জিতেছে লিটনদের দল। টাইগারদের ইতিহাসে যেটা সর্বোচ্চ।
তাসকিনের বলে শেষ পর্যন্ত আঘাত পেয়ে রিটায়ার্ড আউট হলেন জহির খান। এতেই জয় নিশ্চিত হলো টাইগারদের। শুধু রানের হিসেবে টেস্ট ইতিহাসের তৃতীয় বৃহত্তম ও নিজেদের ইতিহাসে সর্বোচ্চ বড় জয়ের রেকর্ড গড়লো বাংলাদেশ।
৬৬২ রানের বিশাল টার্গেট দিয়ে তৃতীয় দিনে আফগানদের দুই উইকেট নিয়ে জয়ের সুবাস পাচ্ছিলো বাংলাদেশ। চতুর্থ দিনে এসেও টাইগার পেসারদের কাছে নাজেহাল আফগান ব্যাটিং লাইন।