04/20/2025 ভারতে যাওয়ার অনুমতি পেল পাকিস্তান ফুটবল দল
মো: মনিরুল ইসলাম
১৭ জুন ২০২৩ ১৬:৫৭
খেলাধুলা ডেস্ক : আসন্ন সাফ চ্যাম্পিয়শিপে অংশ নিতে ভারতে যাওয়ার অনুমতি পয়েছে পাকিস্তান ফুটবল দল।
ভারত-পাকিস্তানের রাজনীতির কোন্দলের জেরে আসন্ন এশিয়া ক্রিকেট সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল নিয়ে শঙ্কা জেগেছিল দফায় দফায়।
তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অধিনে এশিয়া কাপ খেলতে ভারত সম্মত হওয়ার পর সাফে দল পাঠনোর অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। পাকিস্তান ফুটবল দল সর্বশেষ ভারত গিয়েছিল ২০১৪ সালে। এরপর ২০১৫ সালের ভারতের কেরালায় হওয়া সাফ চ্যাম্পিয়নশিপ খেলেনি পাকিস্তান।
৯ বছর পর আবার ভারতে হতে যাওয়া আরেকটি সাফে শেষ পর্যন্ত দেখা যাবে পাকিস্তানকে।
আট দলকে নিয়ে আগামী ২১ জুন থেকে ৪ জুলাই বেঙ্গালুরুতে হবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ।