04/20/2025 বৃহস্পতিবার উপকূলে আঘাত হানবে ‘বিপর্যয়’
মো: মনিরুল ইসলাম
১৪ জুন ২০২৩ ১৬:৪১
বিদেশবার্তা ডেস্ক : পাকিস্তান-ভারত উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বিপর্যয়। এটি ‘অতি মারাত্মক’ থেকে দুর্বল হয়ে এখন ফের ‘অতিপ্রবল’ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। কিছুটা দুর্বল হলেও ঘূর্ণিঝড়টি প্রচণ্ড শক্তি নিয়ে বৃহস্পতিবার উপকূলে আছড়ে পড়বে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এ কারণে দুই দেশ থেকেই ইতোমধ্যে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
ভারতের আবহাওয়া দফতর মঙ্গলবার সর্বশেষ আপডেটে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যাওয়ার কথা জানায়।
বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা মঙ্গলবার ৩১ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। আর তাপমাত্রা কমার বিষয়টি ঘূর্ণিঝড়টিকে ‘অতি মারাত্মক’ থেকে ‘অতিপ্রবলে’ নামিয়ে এনেছে।
এখন ধারণা করা হচ্ছে, ঘূর্ণিঝড়টির মূল আঘাত হবে ভারতের গুজরাটের কুচ ও সৌরাষ্ট্রে এবং পাকিস্তানের করাচিতে।
হাওয়াইভিত্তিক যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও বিমানবাহিনীর জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (জেটিডব্লিউসি) জানিয়েছে, ঘূর্ণিঝড় বিপর্যয় গত ১২৬ ঘণ্টা ধরে প্রচণ্ড শক্তি নিয়ে সমুদ্রের ওপর অবস্থান করছে। ১৯৮২ সালের পর আরব সাগরে সৃষ্ট কোনও ঘূর্ণিঝড় এত লম্বা সময় শক্তি ধরে রাখেনি। সূত্র: ভারতীয় আবহাওয়া সংস্থা, হিন্দুস্তান টাইমস, জিও নিউজ