04/20/2025 সোমালিয়ায় মর্টারশেল বিস্ফোরণে ২০ জনের মৃত্যু
আল আমিন
১০ জুন ২০২৩ ২১:৪৪
আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার লোয়ার শাবেলে অঞ্চলে একটি মর্টারশেল বিস্ফোরণে ২০ জনের বেশি নিহত হয়েছে। নিহতের মধ্যে বেশিরভাগই শিশু এবং কিশোর। এ ছাড়া এই ঘটনায় ৫০ জনেরও বেশি আহত হয়েছ বলে সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে। গতকাল শুক্রুবার এই বিষ্ফোরণের ঘটনা ঘটে।
নিহতদের বেশিরভাগেরই বয়স ছিল ১০ থেকে ১৫ বছরের মধ্যে। অবিস্ফোরিত মর্টারশেলটি শিশু- কিশোরদের খেলার জায়গার কাছেই বিস্ফোরিত ফলে এই হতাহতের ঘটনা ঘটে।
কোরিওলির ডেপুটি ডিস্ট্রিক্ট কমিশনার আবদি আহমেদ আলী বলেছেন, ‘রাজধানী মোগাদিশু থেকে প্রায় ১২০ কিলোমিটার (৭৫ মাইল) দক্ষিণে কোরিওলি শহরের কাছে অবিস্ফোরিত মর্টারশেলটি বিস্ফোরিত হয়। শিশুরা একটি মর্টারশেল নিয়ে খেলছিল সেখানেই এটি বিস্ফোরিত হয়েছিল।
তাদের মধ্যে ২০ জন মারা গেছে এবং অন্যরা আহত হয়েছে।
তিনি বলেন, ‘আমরা সরকার ও সাহায্যকারী সংস্থাগুলোকে এলাকা থেকে মাইন ও গোলাগুলো খুঁজে বের করার অনুরোধ করছি।’ স্থানীয় বাসিন্দারা বলেছেন, সোমালিয়ার যুদ্ধরত দলগুলো কোনো এক সময় মর্টারশেলটি ফেলে রেখে গিয়েছিল।
আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, শিশুরা একটি ফুটবল মাঠে অবিস্ফোরিত মর্টারশেলটি খুঁজে পেয়েছিল এবং বিস্ফোরিত হওয়ার সময় তারা এটি নিয়ে খেলছিল।
সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে মাটির নিচে লুকানো বিস্ফোরকগুলো বেরিয়ে এসেছে বলে জানা যায়।
সূত্র : আল জাজিরা
বিদেশ বার্তা/ এএএ