04/20/2025 যশোরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
আল আমিন
২২ ফেব্রুয়ারি ২০২২ ১০:৫৭
নিজস্ব প্রতিনিধি: যশোরে ঠাণ্ডু বিশ্বাস (৫০) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে পাতিবিলা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ঠাণ্ডু বিশ্বাস চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
যশোর জেলা পুলিশের মুখপাত্র গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রুপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে পাতিবিলা বাজারে ইউপি সদস্য ঠান্ডু বিশ্বাসকে অজ্ঞাত কয়েকজন এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। এতে তার পেটের ভুড়ি বের হয়ে যায়।
তাৎক্ষণিক তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।
বিদেশ বার্তা/ এএএ