04/21/2025 চরম অর্থনৈতিক মন্দায় শ্রীলঙ্কা জুড়ে বিক্ষোভ, কারফিউ জারি
মো: মনিরুল ইসলাম
২ এপ্রিল ২০২২ ০৫:৩৮
আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। চরম খাদ্য, জ্বালানি এবং বিদ্যুতের ঘাটতি দেখা গেছে দেশটিতে। এমন পরিস্থিতিতে সারা দেশে বিক্ষোভ শুরু হয়েছে। খবর বিবিসি’র।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দিবাগত রাতে প্রেসিডেন্টের বাসার সামনে বিক্ষোভ করেন শ্রীলঙ্কার নাগরিকরা। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীদের দমাতে পুলিশ টিয়ার গ্যাস, জল কামান নিক্ষেপ করে। পরে পুলিশ কারফিউ জারি করে।
দেশটির পুলিশ মহাপরিদর্শক সিডি বিক্রমরত্নে জানান, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কারফিউ জারি থাকবে কলম্বোর বেশিরভাগ জেলায়।
পুলিশ জানায়, বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে একটি বাসে আগুন দেয়।
এদিকে প্রেসিডেন্ট গোটাভায়া রাজাপাকসে ঘটনার জন্য চরমপন্থীদের দায়ী করেছেন।
শ্রীলঙ্কায় বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংকট দেশটির অর্থনৈতিক অবস্থাকে পঙ্গু করে দিয়েছে। এর ফলে বিদ্যুৎ ঘাটতি, গ্যাস ও পানির তীব্র সংকট, খাদ্য সংকট, ওষুধ এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী মূল্য দেখা দিয়েছে। মানুষের জীবন ধারণ করা অসম্ভব হয়ে পড়েছে। আর এসব অভাবের মুখোমুখি হয়ে জনগণ বিক্ষোভে ফেটে পড়েছেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, তারা প্রেসিডেন্টের বাসার সামনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। কিন্তু পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান ছুঁড়ে এবং লোকজনকে মারধর করার পর পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। এ সময় কয়েকজনকে আটকও করা হয়েছে বলে জানান তারা।