04/21/2025 দেশে মদের লাইসেন্স বাতিলের দাবি করলেন চরমোনাই পীর
মো: মনিরুল ইসলাম
২ এপ্রিল ২০২২ ০৪:০৫
এম এ ওয়াহেদ, সমাবেশ থেকে: বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, শিক্ষা সিলেবাসে ধর্মীয়শিক্ষা সংকোচন বন্ধ, ইসলাম, দেশও মানবতাবিরোধী মদের বিধিমালা ২০২২ বাতিল, স্বাধীনতার মূল লক্ষ্য- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দূর্নীতি ও সন্ত্রাসমুক্ত কল্যাণরাষ্ট্র গঠনে ইসলামী হুকুমত কায়েমের বিকল্প নেই।
শুক্রবার বাদ জুম’আ রাজধানীর ঐতিহাসিক গুলিস্তান শহীদ মতিউর রহমান পার্কে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের নিম্ন ও মধ্যেবিত্ত সাধারণ জনগনের ক্রয় ক্ষমতার বাহিরে নিত্যপণ্যের জিনিস পত্রের দাম। এখনই উপযুক্ত সময় নিত্যপণ্যের বাজার লাগাম টেনে ধরুন তা না হলে দেশের জনগন নানা বিপর্যয়ে পতিত হবে।
তিনি আরো বলেন, দেশে ৯২ ভাগ মুসলমানের দেশ সে দেশে কোরআন বিরোধী মদের লাইসেন্সের বাতিল না করলে এ দেশের যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হবে।
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওঃ নেছার আহমেদের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ, যুগ্ন মহাসচিব অধ্যাপক মাহবুবুল আলম, ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উওরের সভাপতি মাওঃ ফজলে বারী মাসউদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওঃ ইমতিয়াজ আলম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব আমীনুল ইসলাম, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আখনসহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।
জাতীয় মহাসমাবেশে আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুর রহমান, প্রফেসার ডাঃ আক্কাছ আলী, মাওঃ আব্দুল আউয়াল, মুসলিম লীগের নেতা আতিকুল ইসলাম প্রমুখ। মহাসমাবেশের শুরুতে কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়েছে।