04/20/2025 ২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল লোগো প্রকাশ
মো: মনিরুল ইসলাম
১৮ মে ২০২৩ ২১:০৩
খেলাধুলা ডেস্ক : ২০২৬ বিশ্বকাপের আনুষ্ঠানিক লোগো প্রকাশ করা হয়েছে। এই বিশ্বকাপে খেলবে ৪৮টি দল। এই বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আজ বৃহস্পতিবার ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল লোগো উন্মোচন করেন।
ইনফান্তিনো ও ব্রাজিলের দুই বারের বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদো এ লোগো উন্মোচন করেন। লোগোর ব্যাকগ্রাউন্ডে সাদা রংয়ে লেখা ছিল ‘২৬’। এটা বিশ্বকাপ যে বছরে অনুষ্ঠিত হবে সে বছরের সংখ্যা। মূল আকর্ষণ হিসেবে বসানো হয়েছে বিশ্বকাপের ট্রফি। এবারই প্রথমবারের মতো বিশ্বকাপের অফিশিয়াল লোগোয় ট্রফির ও আয়োজনের সাল ব্যবহার করা হচ্ছে।