04/20/2025 ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দাম আরও বাড়লো
মো: মনিরুল ইসলাম
১৭ মে ২০২৩ ২৩:০০
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে পাকিস্তানের মুদ্রার দাম আরও বেড়েছে।
বুধবার (১৭ মে) আন্তঃব্যাংক মুদ্রাবাজারে গ্রিনব্যাকের বিরুদ্ধে পাকিস্তানি রুপির দর বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ০৪ শতাংশ।
বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে বলা হয়, কার্যদিবসের শুরুতে প্রতি ডলারের মূল্য স্থির হয়েছে ২৮৪ দশমিক ৮৬ রুপিতে। এ হিসাবে পাকিস্তানের মুদ্রার মান ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ১০ রুপি।
আগের কর্মদিবসেও (মঙ্গলবার) দেশটির কারেন্সির মূল্য বেড়েছিল। ডলারপ্রতি দাম নিষ্পত্তি হয়েছিল ২৮৪ দশমিক ৯৬ রুপিতে।
অর্থ ছাড় পেতে বিদেশ থেকে ৬ বিলিয়ন ডলার সংগ্রহ করতে পাকিস্তানকে শর্ত জুড়ে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সেটা পূরণের অংশ হিসেবে দেশটিকে ২ বিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছে সৌদি আরব। মূলত এতেই পাকিস্তানি রুপির দর বেড়েছে।
এক সূত্র জানিয়েছে, স্টেট ব্যাংক পাকিস্তানে (এসবিপি) এ অর্থ রাখবে সৌদি। বিনিময়ে বন্ধুপ্রতিম দেশটিকে বার্ষিক ৪ শতাংশ হারে মুনাফা দেবে এসবিপি।