04/20/2025 রাশিয়ার ভূখণ্ডে আক্রমণের পরিকল্পনা নেই: জেলেনস্কি
আল আমিন
১৫ মে ২০২৩ ১৪:৩৭
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ভূখণ্ডে আক্রমণ চালানোর কোনো পরিকল্পনা ইউক্রেনের নেই। জার্মান সফরের সময় এ কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বার্লিনে জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের সাথে আলোচনার পর জেলেনস্কি জানিয়েছেন, ‘আমরা রাশিয়ার ভূখণ্ডে আক্রমণ চালাচ্ছি না।’ ‘আমরা কেবল আমাদের ভূখণ্ড রক্ষার জন্য লড়াই করার প্রস্তুতি নিচ্ছি।’
এই সফরে ইউক্রেনকে ২.৭ বিলিয়ন ইউরোর সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জার্মান চ্যান্সেলর। এই ঘোষণার আওতায় লেপার্ড ট্যাংকসহ বিমান বিধ্বংসী অস্ত্রও পাবে ইউক্রেন।
জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই সামরিক সহায়তা প্যাকেজটিতে রয়েছে ৩০টি লিওপার্ড ১ এ৫ ট্যাঙ্ক, ২০টি মার্ডার সাঁজোয়া কর্মী বাহক, ১০০টিরও বেশি যুদ্ধ যান, ১৮টি স্ব-চালিত হাউইটজার,২০০টি রিকনাইসেন্স ড্রোন, চারটি আইআরআইএস-টি এসএলএম- বিমান বিধ্বংসী ব্যবস্থা এবং অন্যান্য বিমান প্রতিরক্ষা সরঞ্জাম।
সূত্র : এনবিসি।
বিদেশ বার্তা/ এএএ