04/21/2025 সাভারে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত
আল আমিন
১৫ মে ২০২৩ ০২:২৩
নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় একটি দ্রুতগতির ট্রাকের চাপায় প্রাণ হারালেন আলমগীর (৪২) নামে এক অটোরিকশা চালক।
রবিবার (১৪ মে) সকাল ৯টার দিকে জাতীয় স্মৃতিসৌধের সামনে মহাসড়ক পার হতে গিয়ে ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করে সাভার হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন।
তিনি জানান, সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় জাতীয় স্মৃতিসৌধের দ্বিতীয় ফটকের সামনে অটোরিকশা নিয়ে সড়ক পার হচ্ছিলেন আলমগীর। এসময় ঢাকাগামী একটি অজ্ঞাত ট্রাক অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই এর চালকের মৃত্যু হয়। পরে মরদেহে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, নিহতের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। এছাড়া দ্রুত গতির ট্রাকটি তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে চাইলেও, সেটি আটক করা হয়।
বিদেশ বার্তা/ এএএ