04/21/2025 উপকূলে জলোচ্ছ্বাসের শঙ্কা নেই : দুর্যোগ প্রতিমন্ত্রী
আল আমিন
১৪ মে ২০২৩ ২১:১৭
নিজস্ব প্রতিবেদক: দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ‘আজ সকাল ৬টা থেকে ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ কক্সবাজার, টেকনাফ, সেন্টমার্টিন এবং মিয়ানমার উপকূল অতিক্রম শুরু করে। দুপুর ২টা নাগাদ কেন্দ্র অতিক্রম করবে। বিকাল ৩টা নাগাদ ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করে মিয়ানমারের দিকে এগিয়ে যাবে।’
আজ দুপুরে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে ৫০ থেকে ৬৮ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়টি অতিবাহিত হচ্ছে। সকাল থেকে ভাটা শুরু হওয়ায় জলোচ্ছ্বাসেরও কোনো শঙ্কা নেই। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই এখন ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে বাংলাদেশ-মিয়ানমার উপকূল অতিক্রম করছে। তবু আমাদের ঘূর্ণিঝড় নিয়ে প্রস্তুতি রয়েছে।’
সরকার সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে জানিয়ে এনামুর রহমান বলেন, সেন্ট মার্টিনে ৩৭টি আশ্রয়কেন্দ্রে সাড়ে ৮ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। এ ছাড়া কক্সবাজারে ৫৭৬টি কেন্দ্রে ২ লাখের বেশি, চট্টগ্রামে ১ হাজার ২৪ আশ্রয়কেন্দ্রে ৫ লাখ মানুষ আশ্রয় নিয়েছেন। সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানান প্রতিমন্ত্রী।
বিদেশ বার্তা/ এএএ