04/21/2025 ধর্ম অবমাননার দায়ে ইরানে দুই জনের মৃত্যুদণ্ড কার্যকর
মো: মনিরুল ইসলাম
৯ মে ২০২৩ ১৯:৩২
আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র কোরআন পোড়ানো এবং মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে অবমাননার অপরাধে দুই জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগের মিজান নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।
যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তারা হলেন, ইউসুফ মেহরাদ এবং সাদ্রোল্লা ফাজেলি-জারে।
ইরানের বিচার বিভাগ বলছে, নাস্তিকতা প্রচারের জন্য এ দুজন সোশাল মিডিয়ায় অনেকগুলো অ্যাকাউন্ট চালাতেন। তাদের অপরাধ প্রমাণিত হয়েছে।
আদালতে মেহরাদের আইনজীবী জোর গলায় বলেছিলেন, তার মক্কেল নির্দোষ। তাই এ সাজা অন্যায্য।
একটি মানবাধিকার সংগঠন তাদের মৃত্যুদণ্ডকে ‘মধ্যযুগীয় শাসনের নিষ্ঠুর উদাহরণ’ বলে অভিহিত করেছে।
ইরানে নারীর পোশাকের দাবিতে চলা বিক্ষোভের মধ্যেই এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যদিও দেশটিতে ধর্ম অবমাননার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা বিরল।
মিজান বলছে, সোমবার সকালে মধ্য ইরানের আরাক কারাগারে ইউসুফ মেহরাদ ও সাদ্রোল্লা ফাজেলি-জারেকে ফাঁসি দেওয়া হয়।
ইরানের হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) এর মতে, এই দুই ব্যক্তিকে ২০২০ সালে গ্রেফতার করা হয়েছিল। ‘কুসংস্কার এবং ধর্মের সমালোচনা’ নামে একটি টেলিগ্রাম চ্যানেল চালানোর অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল তাদের। গ্রেফতারের পর প্রথম দুই মাস তাদের নির্জন কারাগারে রাখা হয়েছিল। সেখানে কোনও আইনজীবীর প্রবেশাধিকার ছিল না।
এইচআরএএনএ বলছে, ২০২১ সালে আরাক ফৌজদারি আদালত মেহরাদ এবং ফাজেলি-জারেকে ধর্ম অবমাননার অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়। পাশাপাশি জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করার অপরাধে তাদের ছয় বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছিল।
রায়ের বিরুদ্ধে তাদের আপিল প্রত্যাখ্যান করে সুপ্রিম কোর্ট সে বছরের শেষের দিকে মৃত্যুদণ্ড বহাল রাখে।
মিজান বলছে, দুজনেই ‘স্পষ্টভাবে তাদের অপরাধ স্বীকার করেছে’।
নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস-এর পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম বলেন, ‘নবীকে অবমাননা করার জন্য ইউসুফ এবং সাদ্রোল্লার মৃত্যুদণ্ড কেবল একটি মধ্যযুগীয় শাসনের নিষ্ঠুর উদাহরণ। এটি মত প্রকাশের স্বাধীনতার জন্যও একটি গুরুতর হুমকি বটে’।
দুই দিন আগে শনিবার ২০১৮ সালে একটি সামরিক কুচকাওয়াজে হামলায় অভিযুক্ত সুইডিশ-ইরানি দ্বৈত এক নাগরিককে ফাঁসি দেওয়া হয়েছিল। ইউরোপীয় ইউনিয়ন হাবিব ছাবেরের ফাঁসির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে।
বার্ষিক মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যায় চীনের পরেই ইরান। ইরান হিউম্যান রাইটসের একটি সমীক্ষা অনুসারে, এ বছরের শুরু থেকে ইরানে ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সূত্র: বিবিসি।