04/21/2025 ইসরাইলি বিমান হামলায় নিহত ৯
মো: মনিরুল ইসলাম
৯ মে ২০২৩ ১৯:২০
আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় মঙ্গলবার ভোরে ইসরাইলি বিমান হামলায় নয় ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
বিস্তারিত উল্লেখ না করে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তারা গাজা উপত্যকা এলাকায় ‘ইসলামিক জিহাদিদের বিভিন্ন স্থাপনা’ লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। গাজায় অবস্থান করা এএফপি’র এক সাংবাদিক হামলার পর একটি ভবনের ছাদে আগুন জ্বলতে এবং হতাহতদের অ্যাম্বুলেন্সে করে সরিয়ে নিতে দেখেছেন। সূত্র: বাসস।