04/20/2025 মসজিদে নববীর ইমাম শেখ মুহাম্মদ খলিল আল-কারির মৃত্যু
মো: মনিরুল ইসলাম
৯ মে ২০২৩ ০১:০৩
বিদেশবার্তা ডেস্ক : সৌদিআরব থেকে: পবিত্র মদিনার মসজিদে আল নববীর তারাবীহ নামাজের ইমাম শেখ মুহাম্মদ খালিল আল-কারি ইন্তেকাল করেছেন।
শেখ মুহাম্মদ খলিল আল-কারী, মসজিদে নববীর তারাবীহ নামাজের ইমামের দায়িত্বে ছিলেন এবং পূর্বে কুবা মসজিদের ইমামও ছিলে (সোমবার) মসজিদে নববীতে বাদ মাগরিব তার জানাজা নামাজ ও দাফন সম্পন্ন করাহবে।
সোশ্যাল মিডিয়া জুড়ে মসজিদে আল নববীর সাবেক ইমাম শেখ মুহাম্মদ খলিল আল-কারীর মৃত্যুতে অনেকে শোক প্রকাশ করেছেন, সর্বশক্তিমান আল্লাহ কাছে তার জন্য ক্ষমা চেয়ে জান্নাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য যে, শাইখ শেখ মুহাম্মদ খলিল আল-কারী ১৪৩৭ সাল হতে ১৪৩৮ সাল পবিত্র রমজান মাসে মসজিদে নব্বীর ইমামের দায়িত্ব পালন করা জন্য নিযুক্ত করা হয়েছিল।
তবে কি ভাবে তার মৃত্যু হয়েছে তার সঠিক কারণ জানা যায়নি ।