04/19/2025 ফিলিস্তিন থেকে ইসরায়েল অভিমুখে অন্তত ২০ রকেট নিক্ষেপ, দাবি রিপোর্টে
মো: মনিরুল ইসলাম
৩ মে ২০২৩ ১৯:২০
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিন থেকে ইসরায়েল অভিমুখে অন্তত ২০টি রকেট নিক্ষেপ করেছে অবরুদ্ধ গাজা উপত্যকা-ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো।
ইরানি সংবাদমাধ্যম প্রেসটিভির এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে, ইসরায়েলি কারাগারে অনশনরত ইসলামি জিহাদ আন্দোলনের সিনিয়ার নেতা খাদির আদনানের মৃত্যুর পর প্রতিশোধমূলক এই হামলা চালানো হয়।
ফিলিস্তিনি বার্তা সংস্থাগুলো জানিয়েছে, গাজা থেকে মঙ্গলবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় জনবহুল এলাকাগুলো লক্ষ্য করে ২০টির বেশি রকেট নিক্ষেপ করা হয়। এতে অন্তত তিন ইসরায়েলির আহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
ইসরায়েলের হিব্রু ভাষার গণমাধ্যমগুলো জানিয়েছে, এ সময় ইসরায়েলের সাদেরুত, শার হানেগেভ, ইবিম ও নির আম অঞ্চলে সতর্কমূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা- আয়রন ডোম ফিলিস্তিনিদের নিক্ষিপ্ত ওইসব রকেটের মধ্যে মাত্র চারটি ধ্বংস করতে সক্ষম হয়েছে।
গাজা-ভিত্তিক প্রতিরোধ আন্দোলনগুলো এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, “এটি হচ্ছে ইসরায়েলের জঘন্য অপরাধের প্রাথমিক প্রতিক্রিয়া যা আমাদের জনগণকে ক্ষুব্ধ করে তুলেছে।”
এদিকে ইসরায়েলি কারাগারে অনশনরত ফিলিস্তিনি বন্দি খাদির আদনানের মৃত্যুর বরণের প্রতিক্রিয়ায় পশ্চিম তীর ও গাজা উপত্যকায় মঙ্গলবার সাধারণ ধর্মঘট পালন করেছেন ফিলিস্তিনিরা। সূত্র: প্রেসটিভি