04/20/2025 কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দুই জন নিহত
আল আমিন
১ মে ২০২৩ ১৫:১০
আন্তর্জাতিক ডেস্ক : সোমবার মে দিবসের শুরুতে (১ মে) ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, কিয়েভ অঞ্চলে সোমবার ভোরে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা রুশ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি পরিষেবা সংস্থাগুলো ইউক্রেনজুড়ে সতর্কতা জারি করে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা চালু রয়েছে। টেলিগ্রাম বার্তায় আঞ্চলিক প্রশাসন স্থানীয়দের আশ্রয়কেন্দ্রে অ্যালার্ম বন্ধ না হওয়া পর্যন্ত শান্ত থাকার আহ্বান জানিয়েছে।
ইউক্রেনের স্থানীয় গণমাধ্যমগুলো নিপ্রোপেত্রভস্ক এবং সামি অঞ্চলে বিস্ফোরণের খবর প্রকাশ করেছে।
এর আগে গতকাল রবিবার রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেনের গোলাবর্ষণে রাশিয়ার দুই নাগরিক নিহত হয়। সেখানকার গভর্নর আলেক্সান্ডার বোগোমাজ এই তথ্য জানান।
আলেক্সান্ডার বোগোমাজ এক টেলিগ্রাম বার্তায় তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে ইউক্রেনের হামলায় দুজন সাধারণ মানুষ নিহত হয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় একটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। আরও দুটি ভবন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে জরুরি সেবাদাতা সংস্থাগুলোর কাজ চলছে।
বিদেশ বার্তা/ এএএ