04/20/2025 রাশিয়া আক্রমণ অব্যাহত রেখেছে: ইউক্রেন
আল আমিন
৩১ মার্চ ২০২২ ০৫:৩৬
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের উত্তর শহর চেহেরনিভে আক্রমণ অব্যাহত রেখেছে।
ইউক্রেনের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, আক্রমণ বন্ধে কথা দেওয়া সত্ত্বেও তারা আক্রমণ অব্যাহত রেখেছে। সূত্র: গার্ডিয়ান।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওলেক্সান্ডার ডেনিলিউক বলেছেন, সামরিক কার্যক্রম কমানোর যে প্রতিশ্রুতি রাশিয়া দিয়েছে, তা তিনি বিশ্বাস করেন না।
মঙ্গলবার তুরস্কের ইস্তামবুলে আলোচনায় ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশ ও উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে সামরিক কার্যক্রম কমানোর ঘোষণা দেয় রাশিয়া। তবে রাশিয়ার ঘোষণা নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সন্দেহ প্রকাশ করেছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ ইউনিটগুলোকে পুনরায় সংগঠিত করার জন্য রাশিয়া ও বেলারুশে ফিরিয়ে নেওয়া হচ্ছে। ইউক্রেনে রুশ সেনা কমানোর অর্থ আরও ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে বলে সতর্ক করেছে তারা।
উল্লেখ্য, ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়।
বিগত কয়েক দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত অনেক ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে।
ইউক্রেনের সামরিক কর্মকর্তারা জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত রাশিয়ার অন্তত ১৫ হাজার সেনা নিহত হয়েছে।
বিদেশ বার্তা/ এএএ