04/20/2025 চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের দু’গ্রুপের সংঘর্ষ: নিহত ১
আল আমিন
২৪ এপ্রিল ২০২৩ ২৩:০৭
নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের দু’গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে ফাহাদ (১৬) নামে একজন নিহত হয়েছে। নিহত ফাহাদ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মসজিদপাড়া মহল্লার মহিদুলের ছেলে।
ঘটনাটি ঘটেছে রবিবার রাত ৮টার দিকে সদর উপজেলার মহানন্দা সেতু সংলগ্ন বারঘরিয়া এলাকায়।
এসময় ছুরিকাঘাতে ইমন (১৬) গুরুতর আহত হয়েছে। তাকে মুমূর্ষ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, রাত ৮টার দিকে মহানন্দা সেতুর বারঘরিয়া এলাকায় ব্রিজের সিঁড়িতে বসাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব হলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ফাহাদ ও ইমন নামে দুইজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর রাত ৮টার দিকে পথে ফাহাদ মারা যায়। অপরদিকে ইমনের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি সাজ্জাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারে কাজ শুরু করেছে পুলিশ।
বিদেশ বার্তা/ এএএ