04/20/2025 জাতিসংঘের উপদেষ্টা পরিষদে নিয়োগ পেলেন প্রফেসর ইউনূস
আল আমিন
১১ এপ্রিল ২০২৩ ০০:০২
নিজস্ব প্রতিবেদক: নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে জাতিসংঘের ‘অ্যাডভাইজরি বোর্ড অব এমিনেন্ট পারসন্স অন জিরো ওয়েস্ট’-এর সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গত ৩০ মার্চ প্রথম আন্তর্জাতিক শূন্য-অপচয় দিবসে জাতিসংঘ মহাসচিব এ বোর্ড গঠনের ঘোষণা দেন।
‘জিরো ওয়েস্ট’ বা ‘শূন্য অপচয়’ বিষয়ক জাতিসংঘ সাধারণ পরিষদের ২২ ডিসেম্বর ২০২২-এর রেজুলেশন মোতাবেক প্রফেসর ইউনূসকে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে ঢাকার ইউনূস সেন্টার থেকে গতকাল পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ওই নিয়োগের পর প্রফেসর ইউনূসকে লেখা চিঠিতে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আমি বিশ্বাস করি, আপনার জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা জাতিসংঘের ‘শূন্য-অপচয়’ বিষয়ক কর্মকান্ডকে ত্বরান্বিত করতে বিশেষ ভূমিকা রাখবে।’ তিনি আরও বলেন, ‘টেকসই উন্নয়নের প্রেক্ষাপটে ‘শূন্য-অপচয়’ বিষয়ক কর্মকান্ডকে এগিয়ে নিয়ে যেতে এই অ্যাডভাইজরি বোর্ড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।’
উল্লেখ্য, শূন্য কার্বন নির্গমন, শূন্য দারিদ্র্য ও বেকারত্ব শূন্য এই তিন শূন্য অর্জনে দীর্ঘদিন ধরে কাজ করছেন প্রফেসর ইউনূস।
বিদেশ বার্তা/ এএএ