04/20/2025 আয়ারল্যান্ড সফরে দল ঘোষণা, নতুন মুখ মৃতুঞ্জয়
আল আমিন
১০ এপ্রিল ২০২৩ ০১:১১
স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত সেই দলে নতুন মুখ বাঁ-হাতি পেসার মৃতুঞ্জয় চৌধুরী। ইনজুরি কারণে বাদ পড়েছেন দেশের গতিময় পেসার তাসকিন আহমেদ। দলে ফেরানো হয়েছে বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামকে।
তবে বাদ পড়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ ও তারকা ব্যাটসম্যান আফিফ হোসেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের খেলাগুলো অনুষ্ঠিত হবে ৯, ১২ ও ১৪ মে ইংল্যান্ডের চেমসফোর্ডে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃতুঞ্জয় চৌধুরী।
বিদেশ বার্তা/ এএএ