04/20/2025 রাশিয়ার সেনা অভিযানে ১৪৪ জন শিশু নিহত
আল আমিন
৩০ মার্চ ২০২২ ০২:০৪
আন্তর্জাতিক ডেস্ক: সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে টানা ৩৪ দিনের মতো সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়।
বিগত কয়েক দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত অনেক ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে।
ইউক্রেনের সামরিক কর্মকর্তারা জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত রাশিয়ার অন্তত ১৫ হাজার সেনা নিহত হয়েছে।
ইউক্রেনের মানবাধিকার কমিশনার দেনিসোভা লিউদমিলা জানিয়েছেন, রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এখন পর্যন্ত এক মাসের বেশি সময়ে ১৪৪ শিশু নিহত হয়েছে। সূত্র: আল জাজিরা
দেনিসোভা লিউদমিলা আরও জানান, রাশিয়ার ছোড়া গোলায় আরও ২২০ শিশু আহত হয়েছে।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ আগেই জানিয়েছিল, ইউক্রেনের ৪৩ লাখ শিশুর সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়েছে।
যার মধ্যে ১৮ লাখ শিশু প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। এছাড়া দেশের মধ্যে বাস্তুচ্যুত হয়েছে ২৪ লাখ শিশু।
বিদেশ বার্তা / এএএ