04/20/2025 দেশি-বিদেশি কয়েক হাজার পর্যটক আটকা পড়েছে সেন্টমার্টিনে
আল আমিন
২২ ফেব্রুয়ারি ২০২২ ০৫:১৮
নিজস্ব প্রতিনিধি: দেশের একমাত্র প্রবাল দ্বীপ টেকনাফ সেন্টমার্টিন নৌ-রুটে বৈরি আবহাওয়ার কারণে রোববার (২০ ফেব্রুয়িারি) থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে যাওয়া পর্যটকরা আটকা পড়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ ও সেন্টমার্টিনসহ উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল থাকায় রোববার থেকে সেন্টমার্টিনে নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। ফলে বঙ্গোপসাগর উত্তাল থাকায় দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদফতর। ফলে সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন তিন হাজারের বেশি পর্যটক।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ থাকায় পর্যটকদের আরও একদিন দ্বীপে অবস্থান করতে হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারসহ দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দুর্ঘটনা এড়াতে এই নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে দ্বীপে বেড়াতে আসা তিন হাজার পর্যটক ফিরতে পারেননি। এই নৌপথে টেকনাফ থেকে নয়টি জাহাজ চলাচল করে। আবহাওয়া স্বাভাবিক হলে জাহাজ চলাচল শুরু হবে।’
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘দ্বীপে বেড়াতে এসে হাজারো পর্যটক আটকা পড়েছেন। হোটেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি, পর্যটকদের কাছ থেকে যেন অতিরিক্ত ভাড়া না নেয়। পাশপাশি বৈরী আবহাওয়ায় কোনও পর্যটক যেন সমুদ্রে গোসল করতে না নামেন। সে বিষয়ে পর্যটকদের সতর্ক করেছেন বিচকর্মীরা।’
বিদেশ বার্তা/ এএএ