04/20/2025 ঈদের সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান
মো: মনিরুল ইসলাম
৯ এপ্রিল ২০২৩ ১৪:৩৯
আন্তর্জাতিক ডেস্ক : ঈদ কবে হবে আরব আমিরাতের পাশাপাশি তা জানিয়েছে দিয়েছে পাকিস্তান। যদিও ঈদুল ফিতর ঠিক কবে অনুষ্ঠিত হবে, সেটা নির্ভর করছে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর।
পাকিস্তানের রুয়েত-ই-হিলাল রিসার্চ কাউন্সিল (আরএইচআরসি) বলেছে, আগামী ২১ এপ্রিল শুক্রবার সারা দেশে চলতি বছরের ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
কাউন্সিলের মহাসচিব খালিদ ইজাজ মুফতি জানিয়েছেন, শাওয়ালের চাঁদ দেখার জন্য আগামী ২০ এপ্রিল বৃহস্পতিবার কমিটির বৈঠক ডাকা হবে।
ওই দিন (বৃহস্পতিবার) সন্ধ্যায় চাঁদ দেখা গেলে পর দিন ২১ এপ্রিল শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই বলেও জানান তিনি।
রুয়েত-ই-হিলাল রিসার্চ কাউন্সিলের মহাসচিব বলেন, পবিত্র রমজান মাস ৩০ দিন অর্থাৎ ৩০ রোজা পূর্ণ করার পর সম্ভবত আগামী ২২ এপ্রিল ঈদ উদযাপিত হবে। সূত্র: জিও নিউজ।