04/20/2025 প্রথমবারের মতো সৌদিতে চালকবিহীন বৈদ্যুতিক গাড়ি
মো: মনিরুল ইসলাম
৭ এপ্রিল ২০২৩ ১৫:৪০
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালকবিহীন বৈদ্যুতিক গাড়ির (ইভি) ঘোষণা দিল মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব।
দুর্ঘটনা কমিয়ে আনা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
পরিবহন বিভাগের উপমন্ত্রী ড. রুমাইহ আল রুমাইহ সম্প্রতি পরীক্ষামূলকভাবে রিয়াদ বিজনেস ফ্রন্টে ‘দাহাইনা’ প্রকল্প উদ্বোধন করেছেন। উন্মোচন করা হয়েছে নতুন ইভির।
দেশে ইভি প্রযুক্তির গ্রহণযোগ্যতা ও সচেতনতা বৃদ্ধি নিয়ে কাজ করছে সৌদি আরব সরকার। পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে সমসাময়িক যোগাযোগব্যবস্থার সঙ্গে। শিগগিরই সে অনুযায়ী প্রণীত হবে নতুন নীতিমালা। চালকবিহীন বৈদ্যুতিক গাড়ি প্রবর্তনের জন্য গৃহীত কৌশল ভবিষ্যৎ যোগাযোগব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করেন উপমন্ত্রী। সেখানে রিয়াদ বিজনেস ফ্রন্টের মালিকানা আরওএসএইচএন গ্রুপের। প্রতিষ্ঠানটি কাজ করছে হাঁটার সুবিধাযুক্ত পথ ও পরিবেশবান্ধব যোগাযোগের উন্নয়ন নিয়ে।
গ্রুপের প্রধান উন্নয়ন কর্মকর্তা উসামা কাব্বানি বলেন, ‘সৌদি আরবের যোগাযোগ ব্যবস্থার অগ্রগতিতে দাহাইনা প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ সূত্র: আরাবিয়ান বিজনেস।