04/21/2025 সুনামগঞ্জে ধর্ষণ মামলায় পাঁচ জনের যাবজ্জীবন
মো: মনিরুল ইসলাম
২৯ মার্চ ২০২২ ২৩:১৩
নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জে অপহরণ ও ধর্ষণের পৃথক ৫ মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। রায়ে জরিমানার টাকা ভিকটিমকে দেওয়ার কথা বলা হয়েছে।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সদর উপজেলার সৈয়দপুর গ্রামের রিপন মিয়া, ধর্মপাশা উপজেলার ফাতেমানগর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে রুকন মিয়া, জগন্নাথপুর উপজেলার ইহসাকপুর গ্রামের শাহিন মিয়া, সদর উপজেলার ইছাগরি গ্রামের শৈলেন দাস, বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের আসাদ মিয়া। রায়ে দুইজনকে খালাস দেওয়া হয়েছে। তারা হলেন- আসাদ মিয়ার বাবা ইদন মিয়া ও মা জগতবানু।
মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে নারী ও শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন এই রায় দেন।
সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট নান্টু রায় বলেন, আজ একটি অন্যরকম রায় দিয়েছে আদালত। মনে করি, নির্যাতিত নারীরা সঠিক বিচার পেলেন।