04/21/2025 ট্যাংকলরি শ্রমিকরা কর্মবিরতিতে, ১৫ জেলায় তেল সরবরাহ বন্ধ
মো: মনিরুল ইসলাম
২৯ মার্চ ২০২২ ২০:৩৭
নিজস্ব প্রতিবেদক : ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক আল আমিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রেখে খুলনায় কর্মবিরতি পালন করছেন ট্যাংকলরি শ্রমিকরা।
মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ৮ টা থেকে এ কর্মবিরতি শুরু করেছেন তারা।
এর ফলে পদ্মা, মেঘনা ও যমুনা এই তিন ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে। কর্মবিরতির পাশাপাশি বিক্ষোভ সমাবেশ, সড়ক অবরোধ কর্মসূচিও পালন করছেন তারা। এদিকে ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতিতে খুলনা ও বৃহত্তর ফরিদপুরের ১৫ জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে।
ট্যাংকলরি শ্রমিকরা জানান, সোমবার দুপুর ১২টার দিকে মহানগরীর কাশিপুর মোড়ে ৭/৮ জন সন্ত্রাসী হামলা চালিয়ে আল আমিনকে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর। এ ঘটনায় আল আমিনের ভাই বাদী হয়ে খালিশপুর থানায় মামলা করেছেন।
খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকসেদ আলী জানান, হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে শ্রমিকরা সকাল থেকে পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।