04/20/2025 সুপার ওভারে নিউজিল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা
মো: মনিরুল ইসলাম
২ এপ্রিল ২০২৩ ১৭:৪৫
খেলাধুলা ডেস্ক : টি-টোয়েন্টির সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ড হারাল সফরকারী শ্রীলঙ্কা।
রবিবার অকল্যান্ডে শেষ বলটি হাফ-ভলিতে ফেলেছিলেন দাসুন শানাকা। চাবুকের মতো ব্যাট চালিয়ে মিডউইকেটের উপর দিয়ে তা সীমানা ছাড়া করেন ইশ সোধি। ম্যাচ টাই করতে শেষ বলে এই ছক্কাটাই দরকার ছিল নিউজিল্যান্ডের। যার ফলে খেলা গড়ায় সুপার ওভারে। কিন্তু ৬ বলের লড়াইয়ে পেরে উঠেনি কিউইরা। স্বাগতিকদের দেওয়া ৯ রানের লক্ষ্য মাত্র দুই বলে পাড়ি দিয়ে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।