04/21/2025 তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে শিশুসহ ৩৪ শরণার্থী নিখোঁজ
আল আমিন
২৫ মার্চ ২০২৩ ২১:১২
আন্তর্জাতিক ডেস্ক: অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলে একটি নৌকা ডুবে শিশুসহ অন্তত ৩৪ জন নিখোঁজ রয়েছেন।
এ নিয়ে গত দুই দিনে তিউনিসিয়ার উপকূলে শরণার্থীদের বহনকারী একাধিক নৌকা ডুবির ঘটনা ঘটল। নৌকাডুবির এসব ঘটনায় প্রাণ গেছে সাতজনের। এখনো নিখোঁজ অন্তত ৬৭ জন। খবর আল-জাজিরার।
তিউনিসিয়ার কোস্টগার্ড শনিবার জানিয়েছে, গত দুই দিনে দেশটির উপকূল থেকে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ইউরোপগামী ৫৬টি নৌকা আটকে দেওয়া হয়েছে। এসব নৌকা থেকে আটক করা হয়েছে ৩ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ইতালিতে প্রবেশ করা অন্তত ১২ হাজার অভিবাসনপ্রত্যাশী তিউনিসিয়া থেকে এসেছেন।
বিদেশ বার্তা/ এএএ