04/20/2025 সালভাদোরে একদিনেই খুন ৬২ জন, জরুরী অবস্থা জারি
আল আমিন
২৯ মার্চ ২০২২ ০২:২৬
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আমেরিকার দেশ এল সালভাদোরে মাদক পাচার গ্যাংয়ের সাথে জড়িত থাকার ঘটনায় একদিনেই খুন হয়েছেন ৬২ জন। এই ঘটনায় এক মাসের জরুরী অবস্থা জারি করেছে দেশটির পার্লামেন্ট।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে জানা যায়, শনিবার (২৬ মার্চ) এল সালভাদোরে ৬২টি খুনের ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। একদিনে এতো মানুষের মারা যাওয়ার ঘটনায় দেশটির পার্লামেন্ট আগামী এক মাসের জন্য সমগ্র দেশে জরূরী অবস্থা জারি করেছে।
এই ঘটনা ১৯৯২ সালের গৃহযুদ্ধের অবসানের পর একদিনে দেশটিতে হওয়া সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা।
কর্তৃপক্ষ বলছে, মারা সালভাত্রুচা এবং বারিও-১৮ গ্যাংয়ের প্রায় ৭০ হাজার সদস্য খুন, চাঁদাবাজি ও মাদক পাচারের সাথে জড়িত।
দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলে বলেন, 'এসব ঘটনার অর্থায়ন কারা করছে তা খুঁজে বের করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সন্ত্রাসীদের রক্ষকদের অভিযোগের হাত থেকে বাঁচাতে হবে।'
নতুন আইন অনুযায়ী, কোনো এক জায়গায় বেশি মানুষ জড়ো হওয়া যাবে না। সেইসাথে পরোয়ানা ছাড়াই গ্রেফতার এবং যোগাযোগ পর্যবেক্ষণ করতে পারবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে পার্লামেন্টে ভোটাভুটি হওয়ার কয়েক ঘণ্টা আগেই পুলিশের হাতে গ্রেফতার হন মারা সালভাত্রুচা গ্যাংয়ের চার শীর্ষ নেতা।
বিদেশ বার্তা/ এএএ