04/21/2025 বামজোটের ডাকা হরতালের প্রভাব নেই
মো: মনিরুল ইসলাম
২৮ মার্চ ২০২২ ২০:৩৩
নিজস্ব প্রতিবেদক : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বাম সংগঠনগুলোর ডাকা অর্ধদিবস হরতালের প্রভাব পড়েনি জনজীবনে। হরতালের ডাক দিলেও মাঠে তেমন দেখা যায়নি হরতাল সমর্থকদের। গণপরিবহন চলাচল স্বাভাবিক।
সোমবার (২৮ মার্চ) সকাল থেক বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।
সাধারণ মানুষ বলছেন, হরতাল হলেও জীবিকার তাগিদে ঘর থেকে বের হতে হয়। আবার হরতালের বিষয়ে অবগত নন অনেকে। বাসা থেকে বের হয়েই সবকিছু স্বাভাবিক দেখা যাচ্ছে।
এদিকে, হরতালে সমর্থনে কাউকে দেখা না গেলেও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।