04/20/2025 ভারতে এক সপ্তাহে পাঁচবার বাড়লো জ্বালানি তেলের দাম
মো: মনিরুল ইসলাম
২৮ মার্চ ২০২২ ২০:১২
নিজস্ব প্রতিবেদক : ভারতে আবারো পেট্রল-ডিজেলের দাম বাড়ানো হয়েছে। রবিবার (২৭ মার্চ) লিটারপ্রতি পেট্রলের মূল্য বেড়েছে ৫০ পয়সা। আর লিটারপ্রতি ডিজেলের দাম বেড়েছে ৫৫ পয়সা। এ নিয়ে দেশটিতে গত এক সপ্তাহে পঞ্চমবার দাম বাড়লো জ্বালানি তেলের। দাম বৃদ্ধির ফলে রাজধানী নয়াদিল্লিতে এখন প্রতি লিটার পেট্রল বিক্রি হচ্ছে ৯৯.১১ রুপি। আর প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ৯০.৪২ রুপিতে।
এনডিটিভি জানিয়েছে, সব মিলিয়ে গত এক সপ্তাহের মধ্যে লিটারপ্রতি পেট্রল ও ডিজেলের দাম ৩.৭০-৩.৭৫ রুপি বৃদ্ধি পেয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (২৭ মার্চ) সকাল ৬টা থেকে ভারতে নতুন দাম কার্যকর হয়েছে।
প্রতিবেদন বলছে, ভারতজুড়ে পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে। তবে স্থানীয় করের হারের ওপর ভিত্তি করে এক রাজ্য থেকে অন্য রাজ্যে মূল্যবৃদ্ধির মধ্যে পার্থক্য রয়েছে। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ১ লিটার পেট্রলের দাম ১০৮.৫৩ রুপি। এ ছাড়া এ শহরে ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৩.৫৭ রুপি। কলকাতায় পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ৫২ ও ৫৫ পয়সা।
এ ছাড়া মহরাষ্ট্রের মুম্বাইয়ে আরো ব্যয়বহুল হয়েছে পেট্রল। ভারতের এই বাণিজ্য নগরীতে ১১৩.৮৮ রুপির বিনিময়ে মিলছে ১ লিটার পেট্রল। ১ লিটার ডিজেল কিনতে খরচ হচ্ছে ৯৮.১৩ রুপি।
এর অগে গত বছর ২ নভেম্বর শেষবার ভারতজুড়ে জ্বালানি তেলের দাম বেড়েছিল। এরপর জন-অসন্তোষ, লাগাতার বিক্ষোভ-প্রতিবাদের জেরে জ্বালানি তেলের মূল্যের ওপর শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয় দেশটির কেন্দ্রীয় সরকার।
এতে সাময়িক স্বস্তি ফিরে এলেও পাঁচটি রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা হতেই নতুন করে বাড়তে শুরু করে পেট্রোপণ্যের দাম। এ নিয়ে চলতি সপ্তাহে পাঁচবার বাড়ল পেট্রলের দাম।
অবশ্য শুধু পেট্রোপণ্য নয়, পাল্লা দিয়ে বেড়েছে এলপিজির দামও। ইতোমধ্যে সিলিন্ডারপ্রতি এক লাফে ৫০ রুপি বেড়েছে গ্যাসের দাম। শনিবার ভারতে বেড়েছে ৮০০টি অতি প্রয়োজনীয় ওষুধের দামও।
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলার।