04/20/2025 এই যুদ্ধও আমাদের সবার জন্য একটা পরাজয়: পোপ ফ্রান্সিস
আল আমিন
২৮ মার্চ ২০২২ ০৫:৫৭
আন্তর্জাতিক ডেস্ক: ভ্যাটিকান সিটির পোপ ফ্রান্সিস বলেন, ইউক্রেনে আক্রমণের এক মাস পার হয়েছে। সকল যুদ্ধের মতো এই যুদ্ধও আমাদের সবার জন্য একটা পরাজয়। আমাদের অবশ্যই যুদ্ধ পরিত্যাগ করতে হবে।
রবিবার পোপ ফ্রান্সিস ফের ইউক্রেনে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। রবিবার সাপ্তাহিক বক্তৃতায় তিনি বলেন, ইতিহাস থেকে মানবতা বিলুপ্ত হওয়ার আগে যুদ্ধ বন্ধ করার সময় এসেছে।
যুদ্ধ বর্তমানের সঙ্গে ভবিষ্যতকেও ধ্বংস করে উল্লেখ করে পোপ ফ্রান্সিস বলেন, যুদ্ধ হলো একটা মৃত্যুর স্থান, যেখানে বাবা-মাকে সন্তানদের দাফন করতে হয়, যেখানে না দেখে ভাই ভাইকে হত্যা করে।
পোপ ফ্রান্সিস ইউক্রেনে অভিযান নিয়ে নিন্দা করার সময় সরাসরি রাশিয়ার নাম উচ্চারণ করেননি। তবে তিনি বারবারই দুই দেশের প্রতি শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। মানবিক করিডর স্থাপন ও আলোচনায় ফেরার জন্য আহ্বান জানিয়েছেন।
বিদেশ বার্তা/ এএএ