04/21/2025 ফকিরহাটে বাস চাপায় পুলিশ সদস্য নিহত
আল আমিন
২৮ মার্চ ২০২২ ০২:০৭
নিজস্ব প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাসের চাকায় পিষ্ট হয়ে ইলিয়াস হোসেন (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
নিহত ইলিয়াস হোসেন ফকিরহাট মডেল থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি ঝিনাইদহ জেলার কাশিপুর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।
রবিবার (২৭ মার্চ) দুপুরে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার খুলনা-ঢাকা মহাসড়কের কাকডাঙ্গা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম জানান, পুলিশ কনস্টেবল ইলিয়াস ডিউটি পালনের উদ্দেশ্যে ফকিরহাট থানা থেকে বের হন। দুপুর ১২টার দিকে ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী যাত্রীবাহী বাস টুঙ্গীপাড়া এক্সপ্রেসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ইলিয়াস হোসেন ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর চালক বাসটি নিয়ে পালিয়ে যান। বাস ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিদেশ বার্তা/ এএএ