04/22/2025 ঢাকার দূতাবাসের ২ সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে সৌদি আরব সরকার
মো: মনিরুল ইসলাম
৭ মার্চ ২০২৩ ২১:৪২
সৌদিআরব থেকে : ঘুষ নিয়ে বাংলাদেশি শ্রমিকদের ভিসা দেওয়ার অভিযোগে ঢাকারসৌদি দূতাবাসের দুই সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে সৌদিআরবের তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ।
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুইজন সৌদি কর্মকর্তাকে বাংলাদেশি শ্রমিকদের কাছ থেকে ৫ কোটি ৪০ লাখ সৌদি রিয়াল(যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ১৫৪ কোটি টাকা) ঘুষ নেওয়ার অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকার সৌদি দূতাবাসের কনস্যুলার বিভাগের সাবেক প্রধান ও উপরাষ্ট্রদূত আবদুল্লাহ ফালাহ মুদাহি আল-শামারি এবং কনস্যুলার বিভাগের উপপ্রধান খালেদ নাসের আয়েদ আল-কাহতানি।
তথ্যে জানা যায়,শ্রমিকদের ভিসা দেওয়ার বিনিময়ে ওই দুইজন সাবেক কর্মকর্তা বাংলাদেশিদের নিকট হতে ৫ কোটি ৪০ লাখ রিয়াল আদায় করেছেন।ঘুষের এই অর্থের একটি অংশ সৌদি আরবে পাঠানোর কথা স্বীকার করেছে তারা এবং বাকিটা সৌদি আরবের বাইরের দেশে বিনিয়োগ করেছেন।
জানা যায়,রিক্রুটিং এজেন্সি থেকে ঘুষ নিয়ে ওয়ার্ক পারমিট দেওয়ার অভিযোগে সৌদি দূতাবাসের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্ত হওয়া তৃতীয় কর্মকর্তার নাম পরিচয় এখনও জানা যায়নি।
নাম পরিচয় প্রকাশ না করে সৌদি আরবের রিক্রুটিং এজেন্সিগুলো দূতাবাসের কর্মকর্তাদের ভিসা বাণিজ্যের ব্যাপারে দেশটির তদারকি এবং দুর্নীতি দমন কর্তৃপক্ষকে তথ্য দিলে তারা তদন্তে নামে এবং সত্যতা খুঁজে পায়।