04/20/2025 দুই বছর পর আন্তর্জাতিক ফ্লাইট চালু করলো ভারত
মো: মনিরুল ইসলাম
২৮ মার্চ ২০২২ ০১:২১
নিজস্ব প্রতিবেদক : দুই বছরের মহামারি কাটিয়ে রবিবার (২৭ মার্চ) থেকে ভারত আবার আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছে। এখন থেক ৬৬টি এয়ারলাইনস থেকে ৩ হাজার ২৪৯টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করবে। ৪০টি দেশের ৬টি ভারতীয় এবং ৬০টি বিদেশি এয়ারলাইনস গ্রীষ্মকালীন সময়সূচির অধীন রবিবার থেকে নিয়মিত চলাচল করছে।
২০২০ সালের ২৩ মার্চ দেশটির কেন্দ্রীয় সরকার কোভিড-১৯ মহামারির কারণে বিমান চলাচল স্থগিত করেছিল। এখন থেকে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে দেশটি। টাইমস অব ইন্ডিয়ার বরাতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ভারতের বিমান সংস্থা ইন্ডিয়াগো সমস্ত এয়ারলাইনের মধ্যে স্বতন্ত্র ভিত্তিতে সর্বোচ্চ আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে। তারা সাপ্তাহিক ৫০৫টি ফ্লাইট পরিচালনা করে। এর পরেই যথাক্রমে আছে এয়ার ইন্ডিয়া সাপ্তাহিক ৩৬১টি, এআই এক্সপ্রেস ৩৪০টি এবং এমিরেটস ১৭০টি ফ্লাইট পরিচালনা করে। এ ছাড়া টাটা গ্রুপ এয়ারলাইনসের ৩টি বিমান ৭৫৭টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করে। মহামারির কারণে চীনের আন্তর্জাতিক ফ্লাইট এখনো চালু হয়নি।