04/20/2025 সদরঘাটে যাত্রীবাহী লঞ্চে আগুন
মো: মনিরুল ইসলাম
২৮ মার্চ ২০২২ ০০:২৫
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সদরঘাট এলাকার টার্মিনাল মসজিদের পাশে বুড়িগঙ্গা নদীতে অ্যাডভেঞ্চার-৯ নামের একটি যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (২৭ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে লঞ্চটিতে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুণ নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।
ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, দুর্ঘটনাকবলিত লঞ্চটি সদরঘাটের ৫ নম্বর পন্টুনে ভেড়ানো অবস্থায় ছিল। অজ্ঞাত কারণে আগুন লাগে।