04/21/2025 আওয়ামী সরকারের অধীনে দেশে কোন নির্বাচন হবে না : মির্জা আব্বাস
আল আমিন
৩ মার্চ ২০২৩ ০৯:৪৯
নিজস্ব প্রবিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী সরকারের লোকজনের বিদেশে অর্থ-পাচারের কারণেই এদেশের অর্থনীতি ধসে গেছে। রির্জাভেও সংকট দেখা দিয়েছে। এ কারণেই দেশে দ্রব্যমূল্যের দাম লাগামহীন হয়ে পড়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শাহজাহানপুরে মির্জা আব্বাসের বাসভবনে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী শনিবার থানা পর্যায়ে পদযাত্রার প্রস্তুতি নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, আওয়ামী সরকারের অধীনে দেশে কোন নির্বাচন হবে না। নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই করতে হবে। এরজন্য আগামী ৪ মার্চ সারাদেশে বিএনপির পদযাত্রায় সাধারণ মানুষদের নিয়ে দলের বিপুল সংখ্যক নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশ নিতে হবে। বিএনপির পদযাত্রাকে সফল করতে হবে।
বিদেশ বার্তা/ এএএ