04/21/2025 হাসপাতালে খালেদা জিয়া
আল আমিন
২৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:২৭
নিজস্ব প্রবিবেদক: স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে। সোমবার বিকাল ৫টা ২০ মিনিটের দিকে হাসপাতালে পৌঁছেন তিনি। স্বাস্থ্য পরীক্ষার পর আজ রাতে তার বাসায় ফেরার কথা রয়েছে।
বিকাল সোয়া ৪টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হয়ে হাসপাতালের উদ্দ্যেশে রওনা হন তিনি। এসময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেনসহ বেশ কয়েকজন নেতাকর্মী সঙ্গে ছিলেন।
এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কয়েকজন সিনিয়র নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
গত বছর ২২ আগস্ট সর্বশেষ এভারকেয়ার হাসপাতালে চেকআপের জন্য গিয়েছিলেন খালেদা জিয়া। তারপর বাসায় থেকেই তিনি চিকিৎসা নিচ্ছেন।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। ২০২১ সালের এপ্রিলে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। নানা শারীরিক জটিলতায় ওই বছরের ২৭ এপ্রিল খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বিদেশ বার্তা/ এএএ