04/20/2025 রুশ মোকাবিলায় ইউক্রেনকে হেলিকপ্টার দিচ্ছে ক্রোয়েশিয়া
আল আমিন
২৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:২১
আন্তর্জাতিক ডেস্ক: রুশ বাহিনীকে মোকাবিলা করতে ইউক্রেনকে ১৪টি হেলিকপ্টার দিচ্ছে ক্রোয়েশিয়া। আগামী ১০ দিনের মধ্যে এগুলো প্রথম পোল্যান্ড পাঠানো হবে। সেখান থেকে প্রতিবেশী দেশ ইউক্রেনে পাঠানো হবে।
সোমবার তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্রোয়েশিয়ার সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ইউক্রেনকে ১৪টি অত্যাধুনিক হেলিকপ্টার দেওয়া হচ্ছে। এর মধ্যে ১২টি এমআই-৮ এমটিভি-১ এবং দুটি এমআই-৮টি মডেলের হেলিকপ্টার।
ক্রোয়েশিয়া গোপনে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে। দেশটির প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিক গত বছরের নভেম্বরে ইউক্রেনকে ১৪টি হেলিকপ্টার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
সূত্র : আনাদোলু এজেন্সি
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এর পর দেশটির রাজধানী কিয়েভসব প্রায় জায়গায় হামলা চালায় রুশ সেনারা। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত কয়েক হাজার ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। এ সময় বাধ্য হয়ে দেশ ছেড়েছেন ৫৫ লাখেরও বেশি ইউক্রেনীয়। সূত্র: আল-জাজিরা।
বিদেশ বার্তা/ এএএ