04/21/2025 নতুন কর্মসূচি দিল বিএনপি
মো: মনিরুল ইসলাম
২৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:৫৫
বিদেশবার্তা ডেস্ক : বিদ্যুৎ, গ্যাস ও চাল, ডাল, তেল, চিনি, আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সরকারের পদত্যাগসহ ১০ দাবিতে আগামী ৪ মার্চ দেশব্যাপী মহানগরের থানায় থানায় পদযাত্রা করবে বিএনপি।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ৪ মার্চ শনিবার দেশব্যাপী সকল মহানগরের অন্তর্গত সকল থানায় পদযাত্রা সফল করে গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানো, দমন নিপীড়ন বন্ধ, বেগম খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং গণবিরোধী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দাবি আদায়ে আন্দোলন সফল করতে আহ্বান জানানো হয়।