04/18/2025 দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশির মৃত্যু
মো: মনিরুল ইসলাম
২৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:০২
বিদেশবার্তা ডেস্ক : দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বাফেলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের অবস্থাও আশঙ্কাজনক।
সূত্র জানায়, প্রবাসী বাংলাদেশিদের এয়ারপোর্টে পৌঁছে দেয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। কেপটাউন থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে বাফেলো নামক শহরে মালবোঝাই একটি লরির সঙ্গে তাদের বহনকারী গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৫ বাংলাদেশি মারা যান। গুরুতর আহত দুই বাংলাদেশিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির চারজনের বাড়ি ফেনী ও একজনের নোয়াখালী বলে প্রাথমিকভাবে জানা গেছে।