04/21/2025 পরমাণু কর্মসূচির পরিধি বাড়ানোর ঘোষণা পুতিনের
আল আমিন
২৪ ফেব্রুয়ারি ২০২৩ ০১:২২
আন্তর্জাতিক ডেস্ক : পরমাণু কর্মসূচির পরিধি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাদারল্যান্ড দিবস উপলক্ষে তিনি জানিয়েছেন, রাশিয়া পরমাণু বাহিনীর পরিধি বাড়ানোর কাজে আরও মনোযোগী হবে।
এই প্রকল্পের আওতায় পরমাণুভিত্তিক ভূমি ও সাগর থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বানানো হবে বলেও জানিয়েছেন এই রুশ নেতা।
পুতিন জানিয়েছেন, প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (যা নানা ধরণের পরমাণু অস্ত্র বহনে সক্ষম) মোতায়েন করা হবে।
পুতিন আরও বলেছেন, ‘আমরা হাইপারসনিক কিনঝাল ক্ষেপণাস্ত্র সিস্টেম ব্যাপক পরিমাণে উৎপাদন করবো এবং সমুদ্রভিত্তিক জিরকন ক্ষেপণাস্ত্র মোতায়েনও শুরু করা হবে।’
যুক্তরাষ্ট্রের সাথে করা পরমাণু অস্ত্র হ্রাসকরণ চুক্তি নিউ স্টার্ট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পুতিন। ফলে পরমাণু যুদ্ধের শঙ্কা দেখা দিতে পারে বলে মনে করছেন কিছু সামরিক বিশেষজ্ঞ।
সূত্র: রয়টার্স
বিদেশ বার্তা/ এএএ