04/21/2025 শহীদ মিনারে বিএনপি প্রথম রক্ত ঝরিয়েছে : ওবায়দুল কাদের
আল আমিন
২৪ ফেব্রুয়ারি ২০২৩ ০১:১৯
নিজস্ব প্রতিবেদক: বিএনপিকে ভূত বলে সম্বোধন করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপির মুখে সন্ত্রাসের বুলি, ভূতের মুখে রাম রাম।’
ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশ্যে বলেন, যারা বেশি দুর্নীতিবাজ তারাই বেশি নীতির কথা বলে। দুর্নীতিবাজদের মুখে গণতন্ত্র, বাইরে স্বৈরাচার।
বৃহস্পতিবার শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, শহীদ মিনারে বিএনপি প্রথম রক্ত ঝরিয়েছে। শহীদ মিনারে যারা রক্ত ঝরিয়েছে, যারা এদেশে আগুন সন্ত্রাসের জন্ম দিয়েছে, তারা আজ সন্ত্রাসের কথা বলে।
বিদেশ বার্তা/ এএএ