04/19/2025 নাবলুসে ইসরায়েলি সেনাদের গুলিবর্ষণ, ১১ ফিলিস্তিনি নিহত
মো: মনিরুল ইসলাম
২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৪৫
আন্তর্জাতিক ডেস্ক : দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন ১১ ফিলিস্তিনি। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮০ জন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
বুধবার (২২ ফেব্রুয়ারি) নাবলুসে তল্লাশি অভিযানে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকেই জমজমাট বাজার এলাকায় শোনা যায় গোলাগুলি আর বিস্ফোরণের আওয়াজ। চার ঘণ্টাব্যাপী চলে অভিযান। এ সময় ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ হয় ইহুদি সেনাদের।
তেল আবিবের দাবি, তিন মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীকে গ্রেফতারে তাদের আবাসে অভিযান চালানো হয়।
এক টেলিগ্রাম পোস্টে সশস্ত্র গোষ্ঠী লায়ন’স ডেন জানায়, তাদের ছয় সদস্য নিহত হয়েছে ইসরায়েলের অভিযানে। দখলকৃত পশ্চিম তীরে নিরীহ মানুষের ওপর আগ্রাসন বেড়ে চলায় ক্ষোভ জানিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। গত মাসেও জেনিনে ইসরায়েলের অভিযানে মারা গেছেন ১০ ফিলিস্তিনি।
উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। আন্তর্জাতিক সম্প্রদায় অবশ্য পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি। ১৯৬৭ সালের পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে শতাধিক বসতি স্থাপন করেছে ইহুদি রাষ্ট্রটি। আন্তর্জাতিক আইনের আওতায় এ বসতি স্থাপনকে অবৈধ বলে বিবেচনা করা হলেও ইসরায়েল তা মানতে চায় না।