04/20/2025 পরমাণু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরে আসল রাশিয়া
আল আমিন
২৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:১৫
আন্তর্জাতিক ডেস্ক : পুতিনের ঘোষণার পর পরমাণু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরে আসল রাশিয়া। রাশিয়ার সংসদের নিম্নকক্ষ দুমায় এ নিয়ে বুধবার ভোটাভুটি হয়। চুক্তি থেকে সরে আসার পক্ষে ভোট দেন সবাই। এর মাধ্যমে পুতিনের ঘোষণা আনুষ্ঠানিক স্বীকৃতি পেল ।
পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে এই চুক্তি আমেরিকা ও রাশিয়ার মধ্যে কার্যকর ছিল। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ২০১০ সালে এই চুক্তিতে সই করেছিলেন। চুক্তিতে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুই দেশ আমেরিকা ও রাশিয়া মোট কী পরিমাণ পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারবে, তার সংখ্যা নির্দিষ্ট করা ছিল। ২০২১ সালে চুক্তির মেয়াদ পাঁচ বছরের জন্য বাড়িয়েছিল দুই পরাশক্তি। আগামী ২০২৬ সাল পর্যন্ত এই চুক্তির মেয়াদ ছিল।
গতকাল মঙ্গলবার ফেডারেল অ্যাসেম্বলিতে ভাষণ দেন পুতিন। এতে ইউক্রেন নিয়ে পশ্চিমাদের নতুন করে হুমকি দেন রাশিয়ার প্রেসিডেন্ট। তিনি ঐতিহাসিক পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিত করেন। পাশাপাশি পারমাণবিক অস্ত্র (নতুন স্ট্র্যাটেজিক সিস্টেম) যুদ্ধের জন্য প্রস্তুত রাখার ঘোষণা এবং নতুন করে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর হুমকি দেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন পুতিনের সিদ্ধান্তকে ‘খুবই দুর্ভাগ্যজনক’ এবং ‘বেপরোয়া’ বলে ঘোষণা দেন।
সূত্র: সিএনএন
বিদেশ বার্তা/ এএএ