04/20/2025 বুধবার থেকে ইমরান খানের ‘জেলে ভরো’ আন্দোলন
মো: মনিরুল ইসলাম
১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৪২
বিদেশবার্তা ডেস্ক : আগামী বুধবার থেকে ‘জেল ভরো’ (স্বেচ্ছায় কারাবরণ) আন্দোলন শুরু করতে যাচ্ছেন ইমরান খান। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ও মিত্রদের ‘রাজনৈতিক শিকারে’ পরিণত করার অভিযোগ তুলে ইমরান খান এই কর্মসূচি ঘোষণা করেছেন।
লাহোর থেকে এই আন্দোলন শুরু হবে। শুক্রবার জামান পার্কে নিজ বাসভবনের সামনে জড়ো হওয়া সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।
পাকিস্তানের নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করার মামলায় ইমরান খান তার অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়াতে লাহোর হাইকোর্টে আবেদন করেছিলেন। গত বৃহস্পতিবার আদালত সে আবেদন খারিজ করে দেন। আবেদন খারিজ হওয়ার পর তার সমর্থকদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়, পিটিআই নেতাকে পুলিশ গ্রেফতার করতে পারে। গ্রেফতার ঠেকাতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নারী-শিশুসহ পিটিআই সমর্থকেরা জামান পার্কে ইমরানের বাড়ির সামনে অবস্থান নেন।
ভিডিও লিংকের মাধ্যমে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন ইমরান। পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) নেতৃত্বাধীন সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ইমরান বলেন, আমরা জেল ভরে ফেলব, তারা (কর্তৃপক্ষ) লুকানোর জন্য জায়গা খুঁজে পাবে না। কর্তৃপক্ষের ইচ্ছা পূরণ করার শপথ নিয়ে ইমরান বলেন, জেলে ভরার হুমকি দিয়ে তারা আমাদের দাস করে রাখতে চায়।