04/20/2025 ওয়াগনারের ৩০ হাজারের বেশি সৈন্য হতাহতের দাবি
আল আমিন
১৯ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:৪৪
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন সমর্থনে রাশিয়ার ‘ভাড়াটে বাহিনী’ ওয়াগনার গ্রুপও যুদ্ধে যুক্ত হয়। যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গোষ্ঠীর ৩০ হাজারেরও বেশি সৈন্য হতাহত হয়েছে। এর মধ্যে সরাসরি যুদ্ধে নিহতের সংখ্যা ৯ হাজার।
শুক্রবার একটি নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের মতে, ওয়াগনার গোষ্ঠীর মোট হতাতের অর্ধেকই ঘটে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ই্উক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে তীব্র যুদ্ধ চলাকালীন।
গত বছরের ডিসেম্বর থেকে ইউক্রেনে নিহত ওয়াগনার গ্রুপের যোদ্ধাদের ৯০ শতাংশকেই নিয়োগ দেওয়া হয়েছিল কারাগার থেকে।
কিরবির দাবি, ওয়াগনার গ্রুপ তার সদস্যপদ বাড়ানোর জন্য অপরাধীদের উপর নির্ভরশীল। ওয়াগনার গ্রুপ জেল খাটা আসামীদের কোন ধরণের প্রশিক্ষণ ও যুদ্ধাস্ত্র ছাড়াই যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছে। এমনকি এখনো আসামীদের জেল থেকে নিয়ে আসা চলমান বলে জানান তিনি। তবে গত সপ্তাহে যোদ্ধাদের আর কারাগার থেকে নিয়োগ দেওয়া হবে না বলে দাবি জানান ওয়াগনার নেতা ইয়েভজেনি প্রিগোনিভ।
যুদ্ধ শুরুর আগে ওয়াগনারের সদস্যসংখ্যা ছিল মাত্র পাঁচ হাজার। যাদের বেশির ভাগই ছিল অভিজ্ঞ প্রাক্তণ সৈন্য। গত বছর ধরে কয়েক হাজার যোদ্ধা নিয়োগ দেওয়া শুরু হয় এই দলে।
বিদেশ বার্তা/ এএএ