04/20/2025 ইংল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিবি
আল আমিন
১৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৩৩
স্পোর্টস ডেস্ক: আগামী মাসের শুরুতেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে আর সমান ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল।
আসন্ন এই সিরিজকে সামনে রেখে প্রথম দুই ওয়ানডের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১ ও ৩ মার্চ সিরিজের প্রথম দুটি ওয়ানডে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।
ওয়ানডে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল।
বিদেশ বার্তা/ এএএ